ইয়েমেনে এডেন বন্দর দখলের লড়াইয়ে বহু নিহত

মাথাভাঙ্গা মনিটর: ইয়েমেনের দ্বিতীয় বৃহত্তম শহর এডেনের সমুদ্র বন্দরের কাছে শিয়া হুতি বাহিনী ও মিত্র সেনাবাহিনীর ইউনিটগুলোর সাথে প্রেসিডেন্ট হাদিপন্থি স্থানীয় বেসামরিক বাহিনীর প্রচণ্ড লড়াই চলছে। গত রোববার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বন্দুক লড়াই ও ব্যাপক গোলাবর্ষণে বন্দর সংলগ্ন এলাকাগুলো কেঁপে কেঁপে উঠছিলো। ক্ষমতাচ্যুত যুক্তরাষ্ট্রপন্থি সুন্নি প্রেসিডেন্ট আব্দ-রাব্বু মনসুর হাদির সমর্থক এক সূত্র জানিয়েছে, গত রোববার বন্দরের কাছে এডেনের কেন্দ্রীয় মুয়াল্লা এলাকায় শিয়া হুতি বাহিনী ও মিত্র সেনা ইউনিটগুলোর ৩৬ যোদ্ধা নিহত হয়েছেন। অপরদিকে হাদিপন্থি ১১ যোদ্ধা নিহত হয়েছেন। প্রথমদিকে হুতিপন্থিরা বন্দরের দিকে এগিয়ে গেলেও কয়েক ঘণ্টার মধ্যেই তাদের সেনা ঘাঁটির দিকে কয়েক রাস্তা পিছিয়ে দেয় হাদিপন্থিরা। মেডিকেল একটি সূত্র বার্তা সংস্থা বলেছে, রাস্তায় রাস্তায় মৃতদেহ পড়ে আছে। আমরা কাছে যেতে পারছি না, কারণ ছাদে ছাদে হুতির দূরলক্ষ্যভেদীরা রাইফেল হাতে বসে আছে। কাছে গেলেই তারা গুলি করে, আর মুয়াল্লা এলাকার উপর বিক্ষিপ্ত গোলাবর্ষণ তো চলছেই। এডনের পতনে বাধা দিতে শেষ চেষ্টা করছে হাদিপন্থিরা। হুতি বাহিনীর হাতে এডেনের পতন হলে হাদিপন্থিদের আর ইয়েমেনে দাঁড়ানোর জায়গা থাকবে না। প্রেসিডেন্ট মনসুর হাদি আগেই সৌদি আরব পালিয়ে গেছেন।