সিরিয়ায় চার্চ ধ্বংস করলো আইএস

মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় প্রদেশ হাসাকায় ৮০ বছরের পুরনো একটি চার্চ ধ্বংস করেছে ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিরা। ইস্টার সানডের দিনই চার্চটি ধ্বংস করা হলো বলে দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা জানিয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি-না এ ব্যাপারে কোনো তথ্য না জানা যায়নি। বিদ্রোহী-জঙ্গিরা চার্চটির ভেতরে বিস্ফোরক পেতে এটি ধ্বংস করে। অ্যাসিরিয়ান অধ্যুষিত তেল নাসরি এলাকায় ভার্জিন মেরি চার্চটির অবস্থান। ওই এলাকায় আইএস জঙ্গিদের বিরুদ্ধে খ্রিস্টান ও কুর্দি বাহিনীর সদস্যরা লড়াই করছেন। গ্রামটি ইসলামিক স্টেট নিয়ন্ত্রণ করছে বলে সংস্থাটি সোমবার জানিয়েছে।