আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ

 

মাথাভাঙ্গা মনিটর: আজ শনিবার বিশ্বের কয়েকটি অঞ্চলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটবে। তবে বাংলাদেশ থেকে আংশিক গ্রহণ দেখা যাবে। বাংলাদেশ মান সময় দুপুর ২টা ৫৯ মিনিট ৪২ সেকেন্ডে চাঁদ উপচ্ছায়ায় প্রবেশ করে রাত ৯টা ৫৪ সেকেন্ডে উপচ্ছায়া হতে বের হয়ে আসবে। বিকেল ৪টা ১৫ মিনিট ২৪ সেকেন্ডে চাঁদ প্রচ্ছায়ায় প্রবেশ করে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিট ১২ সেকেন্ডে প্রচ্ছায়া হতে বের হয়ে আসবে। বিকাল ৫টা ৫৪ মিনিটে চাঁদের কেন্দ্রীয় গ্রহণ শুরু হয়ে সন্ধ্যা ৬টা ৬ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা ১৮ সেকেন্ড চাঁদের সর্বোচ্চ গ্রহণ ঘটবে। আজ বাংলাদেশে গ্রহণযুক্ত অবস্থায় চন্দ্রোদয় হবে এবং এদেশে গ্রহণটি ২ ঘণ্টা ৪৭ মিনিট ৩০ সেকেন্ড স্থায়ী হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে বিজ্ঞান সংগঠন অনুসন্ধিত্সু চক্র এক বিজ্ঞপ্তিতে বলেছে, বাংলাদেশে সন্ধ্যা ৬টা ১২ মিনিটে চাঁদ দিগন্তের ওপরে ওঠার পর থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আংশিক গ্রহণ ও রাত ৮টা ৫৯ মিনিটে চন্দ্রগ্রহণের উপচ্ছায় পর্যায় শেষ হবে। এতে আরো বলা হয়, যখন সূর্য ও চাঁদের মাঝখানে পৃথিবী একই সরলরেখায় চলে আসে, তখন পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে। ফলে পৃথিবী থেকে মনে হয় চাঁদ ধীরে ধীরে ঢেকে যাচ্ছে। গ্রহণ চলাকালীন চাঁদকে অনেকটা তামাটে বা লালচে চাকতির মতো মনে হবে। বাংলাদেশে আংশিক চন্দ্রগ্রহণ সংঘটিত হলেও প্রশান্ত মহাসাগর তীরবর্তী অঞ্চল, আলাস্কা ও হাওয়াই থেকে পূর্ণচন্দ্রগ্রহণ দেখা যাবে। বাংলাদেশ থেকে পূর্ণচন্দ্রগ্রহণ দেখা যাবে ২০১৮ সালের ২৭ জুলাই।