নতিপোতা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যানকে সংবর্ধনা

নতিপোতা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার নতিপোতা ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুল হককে সংবর্ধনা দিয়েছে বেড়বাড়ি-হেমায়েতপুর গ্রামের জনসাধারণ। গতকাল বিকেল সাড়ে ৪টায় তাকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেয়া হয়। দীর্ঘ ১২ বছর পর নতিপোতা ইউপি নির্বাচন গত ২৯ মার্চ সম্পন্ন হয়। এ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন আজিজুল হক। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি সকলকে ভেদাভেদ ভুলে একসাথে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান। ৭ নং ওয়ার্ড আ.লীগের সভাপতি সাবেক মেম্বার লিয়াকত আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন নতিপোতা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আজিজুল হক, আ.লীগ নেতা আব্বাস আলী, বজলু শেখ, আহম্মদ আলী, সাবেক মেম্বার আমিন উদ্দীন, যুবলীগ নেতা জাহাঙ্গীর আলম, নাজিম উদ্দীন, শিলন, রাজনসহ গ্রামের জনসাধারণ। অনুষ্ঠানটি পরিচালনা করেন আ.লীগ নেতা কাওছার আলী।