টিপ্পনী:

 

খবর: (আলমডাঙ্গা রেলস্টেশন থেকে গাঁজাসহ হারদীর সুইট আটক)

 

সকাল-বিকেল নিয়মিত

কেউ যদি খায় গাঁজা,

শুটকি মানুষ ফুলে ফেঁপে

হবে দ্বিগুণ তাজা।

 

হ্যাংলা কাঠি ন্যারাব্যারা

শক্ত হবে মাজা,

জেলে গেলেও খাতির পেয়ে

খাটবে নাকো সাজা।

 

বছর পরেই বাচ্চা হবে

হোক না যতোই বাঁজা,

কষে দুটো টান মারলে

হতেও পারে রাজা!

 

-আহাদ আলী মোল্লা

Leave a comment