দোকান থেকে কেনা আটার রুটি খেয়ে বিষক্রিয়ায় একই পরিবারের তিনজনের মৃত্যু

 

স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের ত্রিশালের মঠবাড়িয়া ইউনিয়নের বাদামিয়া গ্রামের দোকান থেকে কেনা আটার রুটি খেয়ে বিষক্রিয়ায় একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। এছাড়া ওই পরিবারের আরও ৪ জন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে- খাদ্যে বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, সকালে ত্রিশালের মঠবাড়িয়া ইউনিয়নের বাদামিয়া গ্রামে পাশের বাড়ির সাইফুলের দোকান থেকে আটা কিনে নিয়ে আসে। সেই আটা দিয়ে রুটি বানিয়ে নাস্তা করেন ওই পরিবারের সাত সদস্য। সাথে সাথে ৭ জনই গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এরপর প্রতিবেশীরা তাদের দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক নাজমা (১৫) ও দু শিশু বীথি ও দিলরুবাকে মৃত ঘোষণা করেন। বাকি চারজন চিকিৎসাধীন রয়েছেন। এদিকে ওই পরিবাবের বানানো দুটি রুটি তাদের কুকুরও খায়। কিছুক্ষণ পর ওই কুকুরটিও মারা যায়। এ ঘটনায় দোকান মালিক সাইফুলকে আটার বস্তাসহ আটক করেছে পুলিশ।