না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা সিরাজুল ইসলাম

স্টাফ রিপোর্টার: দেশবরেণ্য কিংবদন্তি অভিনেতা, চলচ্চিত্র নির্মাতা সিরাজুল ইসলাম চলে গেলেন। গতকাল সকাল ৯টায় ঢাকার নিকেতনে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি…… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি স্ত্রী সৈয়দা মারুফা ইসলাম, এক ছেলে মোবাশ্বেরুল ইসলাম, দু মেয়ে ফাহমিদা ইসলাম ও নাহিদা ইসলামসহ বহু আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। কোনো রকম অসুস্থতায় নয়, বার্ধক্যজনিত কারণে অনেকটা হঠাৎ করেই না ফেরার দেশে চলে গেলেন এ অভিনেতা। গতকাল বাদ আছর গুলশান নিকেতন জামে মসজিদে নামাজে জানাজার পর বনানী কবরস্থানে তাকে দাফন করা হয়।

সিরাজুল ইসলামের জন্ম ১৯৩৮ সালের ১৫ মে পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। নিজের জন্ম তারিখ নিয়ে কিছুটা দ্বিধা-দ্বন্দ্ব তার মধ্যে থাকলেও কালের বিবর্তনে এ তারিখটিকেই তিনি সঠিক বলে ধরে নিয়েছিলেন। ৯ ভাই-বোনের মধ্যে তিনি সপ্তম। কোনো ভাই-বোনই তিন বছরের বেশি পৃথিবীর আলো দেখতে পারেননি। শুধু তিনিই সৃষ্টিকর্তার অপার মহিমায় বেঁচে ছিলেন।

Leave a comment