স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ক্রিকেটে এক দুর্দান্ত জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করায় বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্পিকার শিরীন শারমিন, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছে।
গতকাল সোমবার ১৫ রানে ম্যাচ জয়ের পর রাষ্ট্রপতি আব্দুল হামিদ জাতীয় দলের খেলোয়াড়, ম্যানেজার, কোচ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তাদের ধন্যবাদ জানান। মেডিকেল চেকআপের জন্য রাষ্ট্রপতি বর্তমানে লন্ডনে অবস্থান করছেন। বিশ্বকাপের আগামী ম্যাচগুলোতেও বাংলাদেশ দল বিজয়ের এ ধারা অব্যাহত রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বিশ্বকাপ ক্রিকেটে কোয়ার্টার ফাইনালে খেলার অসামান্য গৌরব অর্জন করায় বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এক অভিনন্দন বার্তায় বিশ্বকাপ ক্রিকেটে প্রথমবারের মতো বাংলাদেশের কোনো খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি করায় মাহমুদউল্লাহ রিয়াদকেও বিশেষ অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। ক্রিকেটভক্ত প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের ম্যানেজার, কোচ, বাংলাদেশ ক্রিকেট বোডের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানান। দেশ এবং দেশের বাইরে থাকা বাংলাদেশ ক্রিকেটের অগণিত ভক্তদের শুভেচ্ছা জানান তিনি। প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ ক্রিকেট দল সামনের ম্যাচগুলোতেও বিজয়ের এ ধারাবাহিকতা অব্যাহত রাখবে। স্পিকার শিরীন শারমিন এক বার্তায় বাংলাদেশ জাতীয় দলকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল ও সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে ওঠায় সমগ্র দেশবাসী আজ আনন্দিত। এবারের বিশ্বকাপে বাংলাদেশের খেলোয়াড়েরা সেরাটাই উপহার দেবে এটাই সবার প্রত্যাশা।
বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। একইসঙ্গে বিশ্বকাপে প্রথমবারের মতো বাংলাদেশ দলের কোন খেলোয়াড়ের সেঞ্চুরি লাভ করায় মাহমুদুল্লাহ রিয়াদকেও তিনি অভিনন্দন ও শুভকামনা জানান। বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, অধিনায়ক, কোচ ও কর্মকর্তাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি-জেপি’র চেয়ারম্যান এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপি এবং মহাসচিব ও সাবেক মন্ত্রী শেখ শহীদুল ইসলাম। এক বিবৃতিতে জেপি নেতৃদ্বয় বলেন, এই অবিস্মরণীয় বিজয়ের মাধ্যমে ক্রিকেট দল জাতীয় প্রত্যাশা পূরণ করেছে। আমরা আগামীতেও তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। টাইগারদের অসামান্য জয়ে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন ও অস্ট্রেলীয় হাইকমিশনার গ্রেগ উইলকক।
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে আরো অভিনন্দন জানিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফিন টুটুল এ অভিনন্দন জানান। বাংলাদেশ ফুটবল ফেডারেশন, শেখ জামাল ধানমন্ডি ক্লাব, জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, পরিকল্পনা মন্ত্রী ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সভাপতি আহম মুস্তফা কামাল, সম্মিলিত ক্রীড়া পরিবার, বাংলাদেশ ফুটবল সাপোর্টার্স ফোরাম ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন।