টিপ্পনী

 

খবর:(অবরোধ-হরতালে চুয়াডাঙ্গায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য বৃদ্ধি)

মজুদদারের পোয়া বারো

আঙুল ফুলে ফুলে,

মহাজনের বিশাল ভুঁড়ি

হাঁটেন দুলে দুলে।

 

সুদ খেকোরা সুদের টাকা

খাচ্ছে তুলে তুলে,

মাংস লেগে দুটো চোয়াল

পড়ছে ঝুলে ঝুলে।

 

দাদন খোরে পরের বাড়ি

নিচ্ছে খুলে খুলে

বখরা খাওয়া আমলা-নেতা

চলেন ঢুলে ঢুলে।

 

গরিব লোকের কত আকাল;

হরতালে হরতালে নাকাল!

 

-আহাদ আলী মোল্লা