জয়ের নায়ক রুবেল

মাথাভাঙ্গা মনিটর: গোটা বাংলাদেশ এখন ক্রিকেটার রুবেলের প্রশংসায় পঞ্চমুখ। অথচ এ বিশ্বকাপে তার খেলা নিয়ে ​দেখা দিয়েছিলো সংশয়। বিশ্বকাপের মাত্র কদিন আগে অযাচিত এক বিতর্কে জড়িয়ে পড়লেন। নানা ধরনের আইনি ঝামেলা পোয়াতে হয়েছে তাকে। কারাগারেও থেকেছেন কিছুদিন। এ বিশ্বকাপটা ছিলো তার এক রকম অগ্নিপরীক্ষা। তিনি এ পরীক্ষায় বলা যায় সফল। সবার আস্থার প্রতিদান দিতে পেরেছেন যথাসময়ে। ম্যাচ প্রায় ফসকে যাচ্ছিলো বাংলাদেশের হাত থেকে। জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ১৮ বলে ৩১। এ উত্তেজনাপূর্ণ মুহুর্তে বল করতে আসেন তাসকিন। ওই ওভারে তামিমের হাত থেকে ক্যাচ ফসকে যায়। ওই ওভারে তাসকিন দিয়ে ফেলেন অনেক রান। বল করতে আসেন রুবেল। দরকার ১২ বলে ১৬ রান। হাতে দু উইকেট। মনে হল তীরে এসে তরী ডুবতে যাচ্ছে। আসলেন রুবেল। ওভারের প্রথম বলেই ব্রড বোল্ড! বাংলাদেশ সমর্থকদের আবার আশা তৈরি হল। তারপরও নিশ্চিত নয়। কারণ রান তো মাত্র ১৬। বাংলাদেশি সমর্থকদের হার্টবিট আর বাড়তে দেননি রুবেল। এবার ক্রিজে এন্ডারসন। দ্বিতীয় বলটি কোনমতে খেললেন। তৃতীয় বলে তিনিও বোল্ড। এই ঐতিহাসিক ম্যাচের জয়ের নায়ক রুবেলই। এনিয়ে কেউ সন্দেহ করবে না। যদিও সেঞ্চুরির সুবাদে মাহমুদুল্লাহ রিয়াদের ভাগ্যেই জুটেছে ম্যাচ সেরার পুরস্কারটি।