ফেনসিডিলসহ চোরাকারবারী আটক : ভ্রাম্যমাণ আদালতে জেল

দামুড়হুদার লোকনাথপুরস্থ ফায়ার সার্ভিসের অফিসের সামনে ঢাকাগাম সোহেলী পরিবহন তল্লাশি

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় রফিকুল ইসলাম রানা (৩৭) নামের এক ফেনসিডিল পাচারকারীর ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। কারাদণ্ডপ্রাপ্ত রানা খুলনা খালিশপুরের এমএ রাজ্জাকের ছেলে। গতকাল শনিবার সকাল ১০টার দিকে টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

জীবননগর বিজিবির বিশেষ ক্যাম্পের কমান্ডার হাবিলদার শওকত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে গতকাল শনিবার সকাল ৭টার দিকে যশোর-চুয়াডাঙ্গা মহাসড়কের দামুড়হুদা উপজেলার লোকনাথপুরস্থ ফায়ার সার্ভিস অফিসের সামনে অবস্থান নিই। এর কিছুক্ষণ পর দর্শনা দিক থেকে চুয়াডাঙ্গা অভিমুখে আসা ঢাকাগামী সোহেলী পরিবহনের গতিরোধ করি। পরিবহন তল্লাশির সময় আলুর বস্তায় মধ্য থেকে ভারতীয় তৈরি ৪ বোতল মদ ও ১৭৫ বোতল ফেনসিডিলসহ ওই ফেনসিডিলের মালিক রানাকে আটক করি। পরে সকাল সাড়ে ৯টার দিকে আটক ফেনসিডিল পাচারকারী ও উদ্ধারকৃত ফেনসিডিল দামুড়হুদা উপজেলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে আসা হয়। সকাল ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা উপজেলা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান আটক ফেনসিডিল পাচারকারীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০’র ২২’র গ ধারায় তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহায়তা করেন উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম।