দামুড়হুদায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনকালে এমপি আলী আজগার টগর

শেখ হাসিনাই কৃষকের মুখে হাসি ফুটিয়েছেন

 

দামুড়হুদা অফিস/প্রতিনিধি: দামুড়হুদায় ৩ দিনব্যাপি কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষকের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে সব সময় লড়াই সংগ্রাম করে গেছেন। বর্তমানে তারই সুযোগ্য কন্যা বর্তমান সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কৃষকের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কৃষকের দৌড় গোড়ায় সার পৌছে দেয়া, ১০ টাকায় ব্যাংক অ্যাকাউন্ট খোলা, ভর্তূকিমূল্যে পাউয়ারটিলার দেয়াসহ কৃষকের মুখে হাসি ফোটাতে যা যা করার দরকার তিনি তা করে চলেছেন। বিএনপি সরকারের আমলে সারের জন্য কৃষকের বুকে গুলি চালিয়ে তাদেরকে হত্যা করা হয়েছে। বর্তমানে তারা পেট্রোলবোমা মেরে নিরীহ কৃষকদের আগুনে পুড়িয়ে মারছে। বিএনপি কৃষকের বুকে গুলি চালায় আর আওয়ামী লীগ সরকার কৃষকের মুখে হাসি ফোটায় এটাই বিএনপির সাথে আওয়ামী লীগের পার্থক্য।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মুজিবনগর সমন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সেলিম হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক পারৃকষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু, দামুড়হুদা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি হাবিবুর রহমান হবি, সাধারণ সম্পাদক এম, নূরনবী, আ.লীগ নেতা মোখলেছুর রহমান, উপজেলা যুবলীগ নেতা ইউসুফ আলী, সেলিম উদ্দিন বগা, হযরত আলী প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান। মেলার উদ্বোধন শেষে ভর্তুকি মূল্যে এলাকার ২০ জন কৃষককে ২০টি পাউয়ারটিলার দেয়া হয়। সন্ধ্যায় দামুড়হুদা উপজেলা শিল্পকলা একাডেমীর ওস্তাদ আসমত আলী বিশ্বাস ও আক্কাচ আলীর নেতৃত্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।