বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারত

মাথাভাঙ্গা মনিটর: ওয়েস্টইন্ডিজের দেয়া ১৮২রানের সহজ টার্গেটেও ভারতের কাছে এক পর্যায়ে বেশ কঠিন হয়ে পড়েছিলো। অবশ্য প্রথমে চ্যালেঞ্জের মুখে পড়লেও অধিনায়ক ধোনির নৈপুন্যে ৪ উইকেটে জয় পেয়েছে ভারত। ৬৫ বল বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় ধোনী বাহিনী। লো স্কোরিং ম্যাচে ক্যারিবীয় বোলারদের আক্রমণ ঠেকিয়ে ধোনি করেন দলের পক্ষে সর্বোচ্চ ৪৫ রান। দলের গুরুত্বপূর্ণ সময়ে পরীক্ষিত এ ব্যাটসম্যান আজকের ম্যাচেও সমর্থকদের আশাহত করেননি। ১০৭ রানে ৫ উইকেট হারানোর পর এক ধরণের শংকা জেগেছিল ভারতীয় শিবিরে। কিন্তু সে শংকা উড়িয়ে দিয়ে জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন ভারতীয় অধিনায়ক। এ জয়ের ফলে ভারতের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হয়ে গেল।চার ম্যাচের সব কয়টিতে জিতে সর্বোচ্চ ৮ পয়েন্ট অর্জন করল ভারত। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দক্ষিণ আফ্রিকার অবস্থান দ্বিতীয়। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তান আর চতুর্থ অবস্থানে ওয়েস্টইন্ডিজ। ভারতের ব্যাটিং অর্ডারের মেরুদন্ড শেখর ধাওয়ান, রোহিত শর্মা আর বিরাট কোহলি ও অজিঙ্কা রাহানী একে একে সাজঘরে ফিরে যান। এর ফলে ছোট্ট টার্গেট তাড়া করতেও ঘাম ঝড়াতে হয় টিম ইন্ডিয়াকে। ওয়েস্ট ইন্ডিজের ছুড়ে দেওয়া ১৮৩ রানের জয়ের টার্গেটে ব্যাটিংয়ে নেমে শুরুতেই উইকেট হারায় ভারত। ৪.১ ওভারে দলীয় ১১ রানে জেরম টেইলরের শিকার হন শিখর ধাওয়ান। ব্যক্তিগত নয় রান করে উইকেটের পিছনে স্লিপে দাঁড়ানো ড্যারেন স্যামির ক্যাচে পরিণত হন ধাওয়ান। ধাওয়ানের পর রোহিত শর্মাও টেইলরের বলে আউট হয়ে সাজঘরে ফেরেন। দলীয় ২০ রানের মাথায় টেইলরের করা সপ্তম ওভারের শেষ বলে উইকেটের পিছনে দিনেশ রামদিনের গ্লাভসবন্দি হন রোহিত। আউট হওয়ার আগে ১৮ বলে মাত্র ৭ রান করেন ওয়ানডে ক্যারিয়ারে সর্বোচ্চ দুটি ডাবল সেঞ্চুরির মালিক। দলীয় ২০ রানের মাথায় ভারতের দুই ওপেনার সাজঘরে ফেরত গেলে ব্যাটিংয়ের দায়িত্ব নেন বিরাট কোহলি এবং অজিঙ্কা রাহানে। তবে, ৪৩ রানের জুটি গড়ে কোহলি ব্যক্তিগত ৩৩ রান করে আন্দ্রে রাসেলের বলে স্যামুয়েলসের তালুবন্দি হন।