ভারতে আম্বানিকে টপকে শীর্ষ ধনী সাংভি

 

মাথাভাঙ্গা মনিটর: ভারতের শীর্ষ ধনী এবার দিলীপ সাংভি। তিনি পেছনে ফেলেছেন টানা কয়েক বছর ধরে শীর্ষ ধনীর আসনে থাকা মুকেশ আম্বানিকে। সম্প্রতি প্রসিদ্ধ ফোর্বস সাময়িকীতে প্রকাশিত ধনীদের সর্বশেষ তালিকা থেকে এ তথ্য জানা গেছে। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়, তেলের দাম কমে যাওয়ায় ভারতের শীর্ষস্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠান রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ গ্রুপের কর্ণধার মুকেশ আম্বানির মোট সম্পদের ওপর প্রভাব পড়েছে। ফোর্বস-এর হিসেবে তার সম্পদের পরিমাণ দু হাজার কোটি ডলারের চেয়ে একটু বেশি। আর এ সুযোগে ২ হাজার ২০০ কোটি ডলার পরিমাণ সম্পদ নিয়ে ভারতের শীর্ষ ধনীর আসনে বসলেন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মালিক দিলীপ সাংভি। ফোর্বস-এর তথ্যমতে, ৫৭ বছর বয়সী মুকেশ আম্বানি টানা আট বছর শীর্ষ ধনী ছিলেন। মুম্বাইয়ে তিনি যে ২৭ তলা বিলাসবহুল বাড়িতে থাকেন, এর মূল্যই শতকোটি ডলার। তার আয়ের মূল উৎস পেট্রোকেমিক্যালস ও পরিশোধিত তেল। তিনি ফোর্বস-এর তালিকায় ৪২তম স্থানে আছেন। ৫৯ বছর বয়সী দিলীপ সাংভি তালিকার ৩৭তম অবস্থানে আছেন। এ বছর বিশ্বের শীর্ষস্থানীয় ধনী ব্যক্তিদের ধনসম্পদের পরিমাণ আরও বেড়েছে। সম্পদের মোট মূল্য ১০০ কোটি মার্কিন ডলার বা তার চেয়ে বেশি, এমন ধনীর সংখ্যা এখন এক হাজার ৮২৬ জন। গত বছর এ সংখ্যা ছিলো ১ হাজার ৬৪৫ জন। বিশ্বখ্যাত ফোর্বস ম্যাগাজিনের তৈরি করা বিশ্বের শীর্ষস্থানীয় ধনী বা বিলিয়নিয়ার ব্যক্তিদের বার্ষিক এ তালিকার শীর্ষস্থানে আছেন যুক্তরাষ্ট্রভিত্তিক তথ্যপ্রযুক্তির প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল উইলিয়াম গেটস। এ নিয়ে তিনি এ তালিকায় ২১ বারের মধ্যে ১৬ বারই প্রথম হন।