দ. কোরিয়ায় মার্কিন রাষ্ট্রদূতের ওপর হামলা

 

মাথাভাঙ্গা মনিটর: দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্ক লিপার্ট (৪২) গতকাল বৃহস্পতিবার সকালে হামলার শিকার হয়েছেন। সিউলের একটি আর্ট সেন্টারে এক প্রাতঃভোজ বৈঠকে এ হামলার ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, ১০ ইঞ্চি লম্বা রেজার ব্লেড দিয়ে লিপার্টের মুখমণ্ডল ও কব্জিতে আঘাত করা হয়। এ সময় রাষ্ট্রদূতের স্ত্রী তার সাথে থাকলেও তিনি আহত হননি। মার্কিন স্টেট ডিপার্টমেন্টের পক্ষ থেকে এ ব্যাপারে জানানো হয়েছে, লিপার্টের ওপর হামলা জীবনঘাতী নয় এবং স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন তিনি। এ ঘটনায় জড়িত সন্দেহে ৫৫ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। ঘটনার সময় হামলাকারী যুদ্ধবিরোধী স্লোগান দেয়। দেশটিতে মার্কিন সেনাদের অবস্থান রয়েছে এবং প্রতি বছরই উভয় রাষ্ট্র যৌথ সামরিক মহড়া চালায়। দেশটির অনেক নাগরিকের অভিমত, যুক্তরাষ্ট্রের ইন্ধনেই প্রতিবেশী দক্ষিণ ও উত্তর কোরিয়ার মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে। রাষ্ট্রদূতের ওপর হামলার পরপরই তাকে ডেকে পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি ওই ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন।