বিবিসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি ভারতের

 

মাথাভাঙ্গা মনিটর: নিষিদ্ধ করার পরও মৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত ধর্ষণকারীর সাক্ষাৎকার নিয়ে নির্মিত তথ্যচিত্র প্রচার করায় বিবিসির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তিনি একে বিবেচনার কাজ হয়নি বলেও উল্লেখ করেছেন। এর মাধ্যমে সাধারণ নিয়মকানুন ভঙ্গ করা হয়েছে কি-না তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী। দিল্লিতে ২০১২ সালের ১৬ ডিসেম্বর এক গণধর্ষণের ঘটনায় মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত মুকেশ সিঙের সাক্ষাৎকার নেয়া হয়েছে ইন্ডিয়াস ডটার শিরোনামের প্রামাণ্য চিত্রটিতে। এতে ধর্ষণ করে হত্যার জন্য মুকেশ সিঙের মধ্যে কোনোরকম অনুশোচনা দেখা যায়নি। উল্টো ধর্ষণের জন্য তিনি মেয়েদের দায়ী করে বলেন, ধর্ষণের সময় মেয়েটির বাধা দেয়া উচিত হয়নি। বাধা দেয়ার কারণেই মরতে হয়েছে মেয়েটিকে। মুকেশ সিং ছিলেন ধর্ষণ ও হত্যায় জড়িত চারজনের একজন। ঘটনায় সংশ্লিষ্টতার দায়ে তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। প্রামাণ্যচিত্র নির্মাতা লেসলি আডউইন এ ছবিটি তৈরির পক্ষে তার যুক্তি দিয়েছেন। তিনি জানান, প্রামাণ্যচিত্রটির মাধ্যমে সমাজের সনাতন দৃষ্টিভঙ্গি তুলে ধরার চেষ্টা করা হয়েছে, যেখানে ধর্ষণের জন্য নারীদেরকেই উল্টো দায়ী করা হয়। বুধবার রাতে ব্রিটেনে বিবিসি-৪ চ্যানেলে প্রামাণ্যচিত্রটি দেখানো হয়েছে।