অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়া নিশ্চিত করুন: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী

 

স্টাফ রিপোর্টার: ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হুগো সোয়ার বাংলাদেশে উত্তেজনা প্রশমনে এবং একটি অন্তর্ভূক্তিমূলক ও অংশগ্রহণমূলক রাজনৈতিক প্রক্রিয়া নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার দেয়া এক বিবৃতিতে তিনি একথা বলেন। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু ব্রিটেন। বিগত ৬০ দিনের সহিংসতা ও অস্থিরতায় বাংলাদেশের অগণিত মানুষের জীবিকা, শিক্ষা ও নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করেছে। এটা খুবই দুঃখজনক। গণতান্ত্রিক বাংলাদেশে এর কোনো স্থান নেই। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সহিংসতা বন্ধের জন্য বাংলাদেশের সব রাজনৈতিক দল ও সরকারকে আস্থা বর্ধক পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন।