দামুড়হুদায় এসএসসি পরীক্ষায় শিক্ষক কর্তৃক শিক্ষার্থীকে নকলে সহযোগিতা : ভ্রাম্যমাণ আদালত
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় এসএসসি পরীক্ষা চলাকালে উপজেলা শিক্ষা অফিসকে না জানিয়ে শিক্ষক পরিবর্তন করায় কার্পাসডাঙ্গা কেন্দ্রের কেন্দ্রসচিব কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌস রহমানকে দায়িত্ব থেকে আজীবন অব্যাহতি এবং নকলে সহযোগিতা করার অপরাধে কক্ষ পরিদর্শক তালসারি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছানোয়ার হোসেনকে বহিষ্কারসহ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল শুক্রবার বেলা পৌনে ১১টার দিকে কার্পাসডাঙ্গা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী আব্দুর রশিদ ওই কেন্দ্রের ৬ নং কক্ষ পরিদর্শনকালে কক্ষ পরিদর্শক কর্তৃক এক শিক্ষার্থীকে নকলে সহযোগিতা করতে দেখেন। তিনি বিষয়টি তাৎক্ষণিকভাবে দামুড়হুদা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী অফিসারকে জানান।
এ সময় কার্পাসডাঙ্গা পরীক্ষা কেন্দ্র পরিদর্শনরত নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. শামসুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন পারভীন ও দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান অভিযুক্ত ওই কক্ষ পরিদর্শক ও কেন্দ্রসচিবকে বেলা ১২টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে নিয়ে যান। নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের মো. শামসুজ্জামান অভিযুক্ত কক্ষ পরিদর্শক ও কেন্দ্রসচিবের বিরুদ্ধে পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০’র ৯’র খ ধারায় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কেন্দ্রসচিবকে দায়িত্ব থেকে আজীবন অব্যাহতি ও কক্ষ পরিদর্শককে বহিষ্কারসহ ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। জরিমানার টাকা নগদে পরিশোধ করলে অভিযুক্ত ওই কক্ষ পরিদর্শককে ছেড়ে দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা ও সিএ ফয়জুল ইসলাম।