ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনে বোমা নিক্ষেপ : চুয়াডাঙ্গার কামালসহ দুজন আহত

 

স্টাফ রিপোর্টার: ঢাকা থেকে চুয়াডাঙ্গার উদ্দেশে ছেড়ে আসা পূর্বাশা পরিবহনের একটি কোচ বোমা হামলার শিকার হয়েছে। গতরাত ৮টার দিকে ফরিদপুর ও মাগুরা জেলার সীমান্তবর্তী এলাকায় একটি বোমা নিক্ষেপ করা হয়। বোমার আঘাতে চুয়াডাঙ্গা মাঝেরপাড়ার কামাল উদ্দীনসহ দুজন আহত হয়েছেন। কামাল উদ্দীন গতরাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। আহত অপর ব্যক্তির বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

জানা গেছে, গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকার গাবতলী থেকে চুয়ডাঙ্গার উদ্দেশে পূর্বাশা পরিবহনের একটি কোচ ছাড়ে। কোচটি রাত ৮টার দিকে ফরিদপুর জেলা ছেড়ে মাগুরা জেলার সীমান্তে পৌছায়। এ সময় কে বা কারা একটি বোমা নিক্ষেপ করে। বোমাটি জানালার একাংশে লেগে বিস্ফোরিত হয়। বোমার স্প্লিন্টারের আঘাতে কামাল উদ্দীন (৪০) ও তার পাশের সিটের যাত্রী আহত হন। কোচটি রাত সোয়া ১‌০টার দিকে চুয়াডাঙ্গায় পৌঁছায়। আহত কামাল উদ্দীন চিকিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে যান। জরুরি বিভাগে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন। তিনিই ঘটনার বর্ণনা দেন।

চুয়াডাঙ্গা মাঝেরপাড়ার মৃত শাহাদত হোসেনের ছেলে কামাল উদ্দীন গ্রামীণ ব্যাংকে চাকরি করেন। ছুটি নিয়ে বাড়ি ফেরার পথে বোমা হামার শিকার হন। আহত গুরুতর না হলেও কামাল উদ্দীন বলেছেন, অল্পের জন্য আমি ও আমার পাশের আসনে বসে থাকা যাত্রী প্রাণে রক্ষা পেয়েছি।

Leave a comment