কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার: দামুড়হুদার কার্পাসডঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে নিয়োগের আড়ালে আনিয়ম বাশা বেঁধেছে। স্থানীয়রা এ অভিযোগ করে বলেছেন, সহকারী প্রধান শিক্ষক খায়রুল বাশারকে প্রধান শিক্ষক পদে নিয়োগ দেয়ার বিষয়টি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এ নিয়োগের আড়ালে মোটা অঙ্কের অর্থ লেনদেন হয়েছে বলেও জোর গুঞ্জন।

অভিযোগকারী বলেছেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি শূন্য হলে গত বছরের ৮ সেপ্টেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি দেয়া হয়। বিদ্যালয় পরিচানা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন শহিদুল ইসলাম। বিদ্যালয়ের শিক্ষার মানসহ প্রশাসানিক কাঠামো মজবুতের লক্ষ্যে যোগ্যতার ভিত্তিতে প্রধান শিক্ষক নিয়োগের দাবিতে স্বোচ্চার হয়ে ওঠেন স্থানীয় শিক্ষানুরাগী মহল। আড়ালে চলতে থাকে নানামুখি যোগসাজোশ। অভিযোগের আঙুল ওঠে সভাপতির দিকে। অপরদিকে সহকারী প্রধান শিক্ষক খায়ারুল বাশার প্রধান শিক্ষক পদে নিয়োগ নিশ্চিত করেই ছাড়বেন বলে অনেকের সামনেই বলেন।

অভিযোগপত্রে বলা হয়েছে, সহকারী প্রধান শিক্ষক খঅয়রুল বাশার ইতঃপূর্বে মাদরাসায় চাকরি করতেন। তিনি সেই ইনডেক্স দেখিয়ে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ নেন। অথচ প্রজ্ঞাপন অনুযায়ী মাদরাসায় শিক্ষকতার ইনডেস্ক মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়। বিষয়টি তদন্ত করলেই এর প্রমাণ মিলবে। তাছাড়া জ্যেষ্ঠতার ভিত্তিতে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেয়া হয়নি। নিয়োগে অনিয়মে সহযোগিতার জন্যই পছন্দের ব্যক্তিকে ভারপ্রাপ্ত সম্পাদক করা হয়েছে বলে অভিযোগ। এছাড়াও বিদ্যালয়ের সামনে দোকানঘর বরাদ্দের নামে অনেকের নিকট থেকেই অর্থ নেয়া হয়েছে বলেও অভিযোগ রয়েছে। এসব অনিয়মের বিষয়ে সুষ্ঠু তদন্ত প্রয়োজন বলে অভিমত অভিযোগকারীদের।