চুয়াডাঙ্গার দৌলাতদিয়াড়ে চাঁদার দাবিতে বোমা হামলা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড়ে চাঁদার দাবিতে বোমা হামলা চালানো হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টার দিকে টেকরিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে এ বোমা হামলার ঘটনা ঘটে।
ঘটনার বিবরণে জানা গেছে, চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় দক্ষিণপাড়ার খোকন অধিকারী ছেলে বাস-ট্রাকের বডি মিস্ত্রি রুইতোশ অধিকারীর নিকট বেশ কয়েকদিন ধরে চমরপন্থি দলের সদস্য আরিফ পরিচয়ে দিয়ে মোবাইলফোনে চাঁদা দাবি করে আসছে। দাবিকৃত চাঁদার টাকা দিতে অস্বীকার করলে সপরিবার হত্যার হুমকি দেয়া হয়। এর মধ্যে গতকাল সন্ধ্যায় রুইতোশ গ্যারেজে কাজ করার সময় তাকে লক্ষ্য করে একটি হাতবোমা নিক্ষেপ করা হয়। বোমাটি বিকট শব্দে বিস্ফোরিত হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানা অফিসার ইনচার্জ আসাদুজ্জামান মুনসীর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, রুইতোশের কাছে চাঁদা দাবি করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। আমি একটি লিখিত অভিযোগ করতে বলেছি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।