চুয়াডাঙ্গায় ও গাংনীতে সরকারি কর্মকর্তাদের মাঝে ট্যাবলেট পিসি সরবরাহ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় জেলা ও উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের মাঝে ট্যাবলেট পিসি সরবরাহ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে জেলা প্রশাসক জেলা পর্যায়ের কর্মকর্তাদের হাতে ট্যাবলেট পিসি তুলে দেন।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের বাস্তবায়নাধীন ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভার্নমেন্ট ফেজ-২ প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা জেলার চার উপজেলা সরকারি কর্মকর্তাদের মধ্যে ১৮০টি ট্যাবলেট পিসি বিতরণ করা হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা জেলা পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে ৬৫টি, চুয়াডাঙ্গা সদর উপজেলা কর্মকর্তাদের মধ্যে ২৪ টি, আলমডাঙ্গায় ৩১টি, দামুড়হুদায় ৩০টি এবং জীবননগরে ৩০টি বিতরণ করা হয়।

চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. দেলোয়ার হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার রশীদুল হাসান, জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু, প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ হামীম হাসান, সিভিল সার্জন ডা. আজিজুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনজুমান আরা ও পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দারসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ সভাকক্ষে (ইনফো সরকার) ফেইজ-২ প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা সদর উপজেলার সরকারী কর্মকতাদের মাঝে ট্যাবলেট পিসি বিতরণ অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন- সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুল হক বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার কেএম মামুন উজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন- সহকারী কমিশনার (ভূমি) মো. বদিউজ্জামান, নির্বাচন অফিসার মো. ওয়ালী উল্লাহ। অনুষ্ঠানে সহযোগিতা করেন (ইনফো সরকার) ফেইজ-২ প্রকল্পের উপজেলা টেকনিশিয়ান মো. রাজু আহমেদ।

আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার আলমডাঙ্গা উপজেলার ৩১ জন কর্মকর্তাকে আনুষ্ঠানিকভাবে আলমডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল ইসলাম ট্যাবলেট পিসি বিতরণ করেন। এ সময় উপস্তিত ছিলেন- উপজেলা নির্বাচন অফিসার সামিউল আলম, উপজেলা প্রকৌশলী সুপ্রিয় মুখার্জী, মৎস্য কর্মকর্তা মঈনুল ইসলাম, সমাজসেবা অফিসার আবু তালেব প্রমুখ।

দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান উপজেলার বিভিন্ন দপ্তর প্রধানদের হাতে আনুষ্ঠানিকভাবে ট্যাবলেট পিসি তুলে দেন। দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমানসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। গভার্নমেন্ট ফেজ-২ প্রকল্পের আওতায় উপজেলার ৩০টি দপ্তরে এ ট্যাবলেট পিসি প্রদান করা হয় বলে উপজেলা নির্বাহী অফিসার জানান।

গাংনী প্রতিনিধি জানিয়েছেন, গাংনী উপজেলার সরকারি দপ্তরগুলোতে ৩০টি ট্যাব বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর বারটার দিকে উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন তার কার্যালয়ে স্ব স্ব দপ্তরের কর্মকর্তাদের হাতে ট্যাব তুলে দেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডা. মনিরুল ইসলাম, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম, উপজেলা প্রকৌশলী বাছেদ আলী, কৃষি অফিসার মাজেদুল ইসলাম, শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ কুমার সেনসহ কর্মকর্তাবৃন্দ।