চুয়াডাঙ্গায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক স্কুল হকি মেন্টের দ্বিতীয় দিনের খেলা সম্পন্ন

 

ক্রীড়া প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জাতীয় স্কুল হকি টুর্নামেন্টের দ্বিতীয় দিনের খেলা সম্পন্ন হয়েছে। গতকাল বুধবার দ্বিতীয় দিনের খেলায় আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় ২-০ গোলে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়কে, ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় ২-০ গোলে ঝিনাইদহের ওয়াজির আলী মাধ্যমিক বিদ্যালয়কে, এমএ বারী মাধ্যমিক বিদ্যালয় ১০-০ গোলে ঝিনাইদহের নগরবাথান মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। দিনের তৃতীয় ম্যাচের খেলা গোলশূন্য ড্র হয়। এ ম্যাচে মুখোমুখি হয় কুষ্টিয়া জিলা স্কুল ও মাগুরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়।

গতকালের খেলাগুলো পরিচালনা করেন ইসমাইল হোসেন লিটন ও মাহমুদ আলী খান। আজ একই মাঠে মুখোমুখি হবে এমএ বারী মাধ্যমিক বিদ্যালয় ও মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয়, নগরবাথান মাধ্যমিক বিদ্যালয় ও আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়, কুষ্টিয়া জিলা স্কুল ও ওয়াজির আলী মাধ্যমিক বিদ্যালয় এবং মাগুরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় ও ভিজে সরকারি উচ্চ বিদ্যালয়।