স্টাফ রিপোর্টার: দু মেয়ে জাফিয়া ও জাহিয়াকে নিয়ে ঢাকা ত্যাগ করলেন মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী শার্মিলা রহমান সিঁথি। গতকাল সোমবার দুপুরে মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বিমানে তারা মালয়েশিয়ার উদ্দেশে রওনা হন। বিএনপির পক্ষ থেকে জানানো হয় জাফিয়া ও জাহিয়ার পরীক্ষা থাকায় তারা মালয়েশিয়া চলে গেছে। গত ২৯ জানুয়ারি মঙ্গলবার পিতার কফিনের সাথে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান দেশে আসে। মালয়েশিয়া রওনা হওয়ার আগে গতকাল সোমবার সকালে বনানী গোরস্তানে স্বামীর কবরে দু মেয়েকে নিয়ে যান শার্মিলা রহমান সিঁথি। এ সময় তারা কবরের পাশে দাঁড়িয়ে থেকে কোকোর রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করেন। গত রোববার রাতে দাদি খালেদা জিয়ার কাছ থেকে দু নাতনি বিদায় নিয়ে নানির বাসায় রাত কাটান। গত ২৪ জানুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে ৪৫ বছর বয়সে আরাফাত রহমান কোকো ইন্তেকাল করেন। এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেসসচিব মারুফ কামাল খান জানান, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফেরাত কামনা করে কাল বুধবার সারাদেশের মসজিদে মসজিদে দোয়া মাহফিল করবে বিএনপি। এছাড়া অন্যান্য উপাসনালয়েও প্রার্থনার আয়োজন করা হয়েছে।