মিশরে ব্রাদারহুডের ১৮৩ সমর্থকের মৃত্যুদণ্ড

মাথাভাঙ্গা মনিটর: মিশরে নিষিদ্ধ ঘোষিত ইসলামপন্থি দল মুসলিম ব্রাদারহুডের ১৮৩ সমর্থককে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পুলিশ কর্মকর্তাদেরকে হত্যার অভিযোগে তাদেরকে এ দণ্ড দেয়া হয়। ২০১৩ সালের আগস্টে কারদাসা শহরে ১৬ পুলিশ কর্মকর্তাকে হত্যার ঘটনায় ভূমিকা থাকা অভিযোগে দোষী সাব্যস্ত হয় তারা। ওই বছরের বিক্ষোভ-সহিংসতার মধ্যেই মিশরের সেনাবাহিনী ইসলামপন্থি প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে হটিয়ে ক্ষমতা দখল করে। ৩৪ জনকে তাদের অনুপস্থিতিতেই বিচার করা হয়। মুরসির পতনের পর থেকে তার দল মুসলিম ব্রাদারহুডের ওপর চলতে থাকা বড় ধরনের দমনাভিযান আরো জোরদার করেছে সরকার। এ পর্যন্ত ব্রাদারহুডের হাজার হাজার সমর্থককে গ্রেফতার করে গণহারে তাদের বিচার করেছেন আদালত। মানবাধিকার গ্রুপগুলো বলছে, সরকার ধারাবাহিকভাবে বিরোধীদলগুলোর ওপর দমনপীড়ন চালাচ্ছে। মুরসিকে হটিয়ে ক্ষমতায় আসা সেনাপ্রধান প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আল সিসি ব্রাদারহুডকে সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি বলে বর্ণনা করেছেন।