পাকিস্তানের শর্ত মানবে না বিসিবি

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ সফরে আসতে পাকিস্তানের শর্ত বিসিবির পরিচালনা পর্ষদ মানবে না বলে মনে করেন সভাপতি নাজমুল হাসান। গতকাল সোমবার গুলশানে নিজের বাসায় সাংবাদিকদের বিসিবি প্রধান বলেন, শর্ত দিয়ে সিরিজে আসা কোনো ভাবেই সমর্থন করি না। এটা নিয়ে আলোচনা হতে পারে, আমরা হয়তো দল পাঠাতে পারি-এটা ভিন্ন ইস্যু। কিন্তু এটা করলে খেলবো, এটা না হলে খেলবো না, এ শর্তের মধ্যে আমরা নেই। মনে হয় না, এ শর্তের কোনো কিছু বিসিবি মানবে।

আগামী এপ্রিলে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশে আসার কথা রয়েছে। তবে দেশটির গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, বাংলাদেশে এ সিরিজের আয়ের ৫০ শতাংশ দাবি করেছে পাকিস্তান। দ্বিতীয় শর্ত হিসেবে বাংলাদেশকে তাদের অনূর্ধ্ব-১৯ এবং ‘এ’ দল পাকিস্তানে পাঠাতে বলেছে তারা। ওরা যদি বলে, বিমান ভাড়া দিয়ে দাও, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু ম্যাচ ফি বা লাভ ভাগের তো প্রশ্নই আসে না। এটা বিসিবির নিজস্ব লাভ। আয়ের ভাগ দেয়ার শর্ত বাস্তবসম্মত নয় জানিয়ে নাজমুল হাসান বলেন, ওদের (পিসিবি) নতুন সভাপতি এলেই সমস্যা হয়। নতুন সভাপতি এসেই বাংলাদেশকে (পাকিস্তানে) নেয়ার দায়িত্ব নেয়। আর আমাদের একটা প্রতিশ্রুতি থাকায় এটা মাথাচাড়া দিয়ে উঠে।

বিসিবি সভাপতি জানান, জাতীয় দল পাঠানোর কোনো ধরণের চিন্তা-ভাবনা তাদের নেই। তিনি বলেন, যাওয়ার ব্যাপারটা নির্ভর করবে নিরাপত্তার ওপর। আর এ ব্যাপারে কোনো উন্নতি আমরা দেখছি না। পাকিস্তানে পাঠানোর মতো অবস্থা দেখছি না। ওরা প্রতিবারই ভালো রিপোর্ট দেখাচ্ছে, কিন্তু তারপরও ঘটনাগুলো ঘটছে। আন্তর্জাতিক ক্রিকেটসূচি অনুযায়ী, আগামী ১০ এপ্রিল থেকে ৭ মে পর্যন্ত দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান দলের বাংলাদেশে আসার কথা। অবশ্য এখন পর্যন্ত এ সফরের আসার ব্যাপারে বিসিবিকে নিশ্চয়তা দেয়নি পিসিবি।

বিসিবির সাথে পিসিবির সম্পর্ক খুব একটা ভালো নয়। জাকা আশরাফ পিসিবি প্রধান থাকার সময়ে বাংলাদেশের দুটি প্রস্তাবিত সফর বাতিল হওয়ায় দুই বোর্ডের সম্পর্কের অবণতি ঘটে।

২০১২ সালের এপ্রিল ও ডিসেম্বরে বিসিবি সফর বাতিল করায় ২০১৩ সালের বিপিএলে পাকিস্তানের সব খেলোয়াড়কে প্রত্যাহার করে পিসিবি। পরে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেও ক্রিকেটারদের পাঠায়নি তারা। ২০০৯ সালের মার্চে সফররত শ্রীলঙ্কা দলের ওপর সন্ত্রাসী হামলার পর থেকে পাকিস্তানে টেস্ট খেলুড়ে দেশগুলোর সফর বন্ধ রয়েছে।

Leave a comment