আলমডাঙ্গায় ভ্রাম্যমাণ আদালত : গাঁজা সেবন ও জুয়ো খেলার অপরাধে জরিমানা

আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গায় গাঁজা সেবন ও জুয়ো খেলার অপরাধে ৭ জনকে ভ্রাম্যমাণ আদালত ৩ হাজার ৫শ টাকা জরিমানা করেছে। গত রোববার রাতে নতিডাঙ্গা আবাসনে গাঁজা সেবন ও জুয়ো খেলাকালে আসমানখালী ক্যাম্প পুলিশ তাদের আটক করে। গতকাল ভ্রাম্যমাণ আদালতে তাদের এ জরিমানা প্রদান করেন।
জানা গেছে, আলমডাঙ্গার নতিডাঙ্গা আবাসনে ওইদিন রাতে নতিডাঙ্গা গ্রামের আব্দুর রহমানের ছেলে আব্দুল মজিদ (৪৫), একই গ্রামের মৃত জলিল খার ছেলে আব্দুর রহমান (৪০), কফিল উদ্দিন শেখের ছেলে একরামুল (৩৫), আবাসনের বাসিন্দা মৃত জুয়াদ আলীর ছেলে তারাচাঁদ (৫০), মৃত দুখী মালিতার ছেলে আব্দুল কাদের (৩৫), মৃত গফুর মণ্ডলের ছেলে আহাদ আলী (৪০) ও ফজলুল হকের ছেলে আলামিন (৩০) আবাসনের একটি ঘরের মধ্যে জুয়ো খেলা ও গাঁজা সেবন করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে আসমানখালী ক্যাম্প ইনচার্জ এসআই রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করেন। গতকাল সকালে আটককৃতদের নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আসিফুর রহমানের কার্যালয়ে হাজির করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেককে ৫শ টাকা করে মোট ৩ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে ৭ দিন করে জেল প্রদান করলে তারা জরিমানার টাকা পরিশোধ করে মুক্ত হয়।