স্টাফ রিপোর্টার: আবারও ওয়ানডেতে আইসিসির অলরাউন্ডারদের ৱ্যাঙ্কিঙের শীর্ষে উঠেছেন সাকিব আল হাসান। ফলে বিশ্বকাপের ঠিক আগে ক্রিকেটের তিনটি ফরম্যাটের শীর্ষস্থানই আবার বাংলাদেশের সেরা ক্রিকেটারের দখলে গেল। শেষবার ওয়ানডেতে আইসিসির অলরাউন্ডারদের ৱ্যাঙ্কিঙের শীর্ষে উঠে ইতিহাস গড়েছিলেন সাকিব। তিন ধরনের ক্রিকেটে এক সাথে এর আগে কেউ শীর্ষে থাকতে পারেনি। তবে দশ দিনের মাথায় আবার সাকিবকে ছাড়িয়ে গিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস। শ্রীলঙ্কা-নিউজিল্যান্ড সিরিজ এবং অস্ট্রেলিয়া, ভারত আর ইংল্যান্ডকে নিয়ে হওয়া ত্রিদেশীয় সিরিজ শেষে প্রকাশিত নতুন ৱ্যাঙ্কিঙে ম্যাথিউসকে আবারও পেছনে ফেলেন সাকিব। আগে থেকেই টেস্ট ও টি-টোয়েন্টির ৱ্যাঙ্কিঙে শীর্ষে থাকা সাকিব শ্রীলঙ্কার নিউজিল্যান্ড সফরের প্রথম ম্যাচে ম্যাথিউসের ব্যর্থতার জন্যই কোনো ম্যাচ না খেলে শীর্ষস্থান পেয়েছিলেন। তবে পরের দু ম্যাচে ভালো খেলার জন্য ম্যাথিউস এবং তিলকরত্নে দিলশান সাকিবকে ছাড়িয়ে যান। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে সাত ম্যাচের সিরিজের বাকি ম্যাচগুলোতে তেমন ভালো না খেলায় দুই জনই আবার সাকিবের পেছনে পড়ে যান। সাকিবের রেটিং পয়েন্ট ৪০৩ই আছে। ৩৯৩ পয়েন্ট নিয়ে ম্যাথিউস দ্বিতীয় ও ৩৮৯ পয়েন্ট নিয়ে পাকিস্তানের মোহাম্মদ হাফিজ তৃতীয় অবস্থানে আছেন।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের গত সিরিজে অসাধারণ খেলে টেস্ট অলরাউন্ডারদের ৱ্যাঙ্কিঙের শীর্ষস্থান পুনরুদ্ধার করেন সাকিব। এরপর হাফিজকে ছাড়িয়ে টি-টোয়েন্টি অলরাউন্ডারদের ৱ্যাঙ্কিঙের শীর্ষস্থান ফিরে পান বাংলাদেশের সেরা ক্রিকেটার।