স্টাফ রিপোর্টার: বাংলাদেশ, শ্রীলঙ্কা-এ দু দলের সামনেই বঙ্গবন্ধু গোল্ডকাপের সেমিফাইনালে খেলার সুযোগ আছে। তবে স্বাগতিক বাংলাদেশের চেয়ে শ্রীলঙ্কার জন্য সমীকরণটা মেলানো একটু কঠিন। কেননা, শেষ চারের টিকেট পেতে হলে জয় দরকার রোশান-ইশানদের, অন্যদিকে ড্র হলেই চলবে মামুনুল-এমিলিদের। ‘এ’ গ্রুপ থেকে দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে মালয়েশিয়া। এ গ্রুপের অন্য দল হিসেবে শেষ চারে ওঠার লড়াইয়ে সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল পাঁচটায় মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা।
গুরুত্বপূর্ণ ম্যাচটি সামনে রেখে দু অধিনায়ক অবশ্য দুই রকম কথা বললেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে রোববারের সংবাদ সম্মেলনে। বাংলাদেশ অধিনায়ক মামুনুল ইসলাম বলেন, আমার হোম গ্রাউন্ডে আমি যদি বলি, শুধু ড্র করার জন্য যাচ্ছি, সেটা ঠিক হবে না। এটা আমাদের হোম গ্রাউন্ড, এখানে আমাকে জিততে হবে। শ্রীলঙ্কা অধিনায়ক এ সি সানজেভা অবশ্য সেমি-ফাইনালে ওঠার চেয়ে বিশ্বকাপ বাছাইয়ের প্রস্তুতিতে বেশি জোর দিচ্ছেন। বিশ্বকাপের বাছাই পর্বই আমাদের প্রধান লক্ষ্য। এ আসরের ম্যাচগুলো আমাদের জন্য বাছাই পর্বের প্রস্তুতি নেয়ার বোনাস ম্যাচ। এএফসির ৱ্যাঙ্কিঙের এগিয়ে বাংলাদেশ; ৩৪তম অবস্থানে রয়েছে স্বাগতিকরা। অন্যদিকে গোল্ড কাপের এ আসরে খেলা ছয় দলের মধ্যে এএফসির র্যাঙ্কিংয়ে সবচেয়ে পিছিয়ে শ্রীলঙ্কা, ৩৮তম স্থানে রয়েছে তারা। দুই দলের সর্বশেষ দুই ম্যাচের পরিসংখ্যানও বাংলাদেশের পক্ষে। গত বছর অক্টোবরে দুটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। যশোরের ম্যাচে ১-১ গোলে ড্র হলেও রাজশাহীতে জাহিদ হাসান এমিলি লক্ষ্যভেদ করায় ১-০ গোলে জিতেছিল বাংলাদেশ।
গোল্ড কাপের এ আসরে দুই দলের শুরুটা অবশ্য ভালো হয়নি। সিলেট জেলা স্টেডিয়ামের উদ্বোধনী ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-০ গোলে হারে বাংলাদেশ। আর মালয়েশিয়ার কাছে শ্রীলঙ্কার হার ছিল ২-০ ব্যবধানের।
গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ও শ্রীলঙ্কা হারলেও গোল পার্থক্যের হিসেবে আবার এগিয়ে মামুনুলরা। এ কারণে গ্রুপের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে স্বাগতিকরা। গোল পার্থক্যে এগিয়ে থাকার কারণে সোমবারের ম্যাচে ড্র করলেও শ্রীলঙ্কাকে টপকে এ আসরের সেমিফাইনালে উঠবে বাংলাদেশ।
তবে গোল্ডকাপের লক্ষ্য নিয়ে দু কোচের কথায়ও কোনো লড়াইয়ের উত্তাপ নেই। বাংলাদেশ কোচ লোডভিক ডি ক্রুইফ বলেন, আমাদের পরের ম্যাচটি শ্রীলঙ্কার বিপক্ষে এবং তাদেরকে টপকে পরের রাউন্ডে যেতে হবে। ফুটবলে গোল করাটাই মুখ্য। আমি মনে করি, এবার ফল আসবে। আশা করি ছেলেরা শ্রীলঙ্কার বিপক্ষের ম্যাচে ভালো ফল বয়ে আনবে।