আলমডাঙ্গা ব্যুরো: গতকাল রোববার আলমডাঙ্গার পাইলট হাইস্কুল (এটিম) মাঠে উপজেলা পর্যায়ের আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপি উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার আবু হাসান। প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান হেলাল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসান কাদির গনু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টার। সহকারী শিক্ষা অফিসার নুর ইসলামের উপস্থপনায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষা অফিসার হাফিজুর রহমান, সেলিনা আক্তার বানু, শাহাজান রেজা, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রেফাউল হক, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, শিক্ষক মোল্লা ফেরদৌস উল রিজভী, আসলাম সাঈদ জোয়ার্দ্দার, হাসান সাজিদ, রাকিবুল সালেহিন।