আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামে শত্রুতামূলক ব্যবসায়ীর বসতবাড়িতে আগুন

মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গার বাড়াদী ইউনিয়নের নতিডাঙ্গা গ্রামের ব্যবসায়ীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে কেউ হতাহত না হলেও আগুনে পুড়ে গেছে একটি ঘর। গতকাল বিকেল ৪টার সময় পূর্বশত্রুতার জের ধরে আলমডাঙ্গার নতিডাঙ্গা গ্রামের মৃত রব্বানীর ছেলে বিশিষ্ট কাঠব্যবসায়ী আবু খালেকের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে পরিবারের কেউ হতাহত না হলেও বাড়ির একটি বসবার ঘর ও ঘরের আসবাসপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে। সংবাদ পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের টিম আসার আগেই গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনে। এ ব্যাপারে ব্যবসায়ী খালেক অভিযোগ করে জানান, গ্রামে কারো সাথে কোনো বিরোধ নেই; কিন্তু বিকেলে কে বা কারা বাড়ির গেটে ও বাড়ির সামনে বসবার ঘরে আগুন দিয়ে প্রায় ৪০ হাজার টাকার ক্ষতি সাধন করেছে। এ ব্যাপারে দিন দুপরে বসতবাড়িতে আগুন দেয়াকে কেন্দ্র করে গ্রামে আতঙ্ক বিরাজ করছে।