খালেদার কার্যালয় বিদ্যুত বিচ্ছিন্ন

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করেছে ডেসকো। শুক্রবার রাত পৌনে ৩টার দিকে সংযোগ বিচ্ছিন্ন করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারপারসনের প্রেসউইং সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি জানান, ডেসকোর লাইনম্যান মোকসেদ আলী বলেছেন, গুলশান থানার নির্দেশে তিনি খালেদা জিয়ার কার্যালয়ের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করেছেন। এখন সেখানে কোনো আলো নেই। আইপিএস বা জেনারেটরের কোনো ব্যবস্থা না থাকায় কার্যালয় এলাকা পুরোপুরি অন্ধকার।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক-কর্মচারী-পেশাজীবী-মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষেদের এক সমাবেশে নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেন, আগামী ২ ফেব্রুয়ারির মধ্যে অবরোধ ও হরতাল প্রত্যাহার না করলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলাশান কার্যালয়ের গ্যাস, পানি ও বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করে দেয়া হবে।