স্টাফ রিপোর্টার: বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)র চতুর্থ সমাবর্তনের জন্য নাম রেজিস্ট্রেশন শূরু হয়েছে। বিএ/বিএসএস (তিন বছর মেয়াদী) প্রোগ্রামের ২০১০, ২০১১ এবং ২০১২ সালের পরীক্ষায় উত্তীর্ণ গ্রাজুয়েটগণ সমাবর্তনের জন্য নাম রেজিস্ট্রেশন করতে পারবেন। এ তথ্য জানিয়ে বাউবির সহকারী আঞ্চলিক পরিচালক নজরুল ইসলাম সেখ এক প্রেসবিজ্ঞপ্তিতে বলেছেন, আগামী ৫ ফেব্রুয়রির রেজিস্ট্রেশনের শেষ দিন। রেজিস্ট্রেশন ফি ১ হাজার ৫শ টাকা। যোগাযোগের ঠিকানা, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয় উপআঞ্চলিক কেন্দ্র চুয়াডাঙ্গা, মোবাইল-০১৯১১৬৯৪২৩৯, ০১৮৫৭৭০৮০০৩, ০১৯৩৩৯৯০১০০১, অধ্যক্ষ পৌর ডিগ্রি কলেজ, চুয়াডাঙ্গা, মোবাইলফোন ০১৯১৭১৪৬০৩৯, অধ্যক্ষ আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজ, দামুড়হুদা চুয়াডাঙ্গা, মোবাইল ফোন ০১৭১৮১১৯৮৫৩।