খ্রিস্টানধর্মে অর্ধশতাধিক ব্যক্তিকে গ্রহণের আনুষ্ঠানিকতার আয়োজন নিয়ে চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে চাপা উত্তেজনা

 

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার ডিঙ্গেদহে চাপা উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় এসডিএ মিশনে অর্ধশতাধিক ব্যক্তিকে খ্রিস্টানধর্মভূক্তির আনুষ্ঠানিকতা করার প্রস্তুতিকে ঘিরে এ উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় একাধিকসূত্র এ তথ্য জানিয়ে বলেছে, যশোরসহ বিভিন্ন এলাকা থেকে হিন্দু-মুসলমানসহ বিভিন্ন ধর্মের অর্ধশত ব্যক্তি খ্রিস্টানধর্ম গ্রহণ করানোর কথা রয়েছে আজ শুক্রবার। গোপনে ধর্মান্তরের যাবতীয় আয়োজন করা হলেও তা কিছু ব্যক্তির মাধ্যমে জানাজনি হওয়ায় উত্তেজনা দানা বাধে।

জানা গেছে, সম্প্রতি যশোরের একটি গির্জায় ধর্মান্তরিতদের খ্রিস্টানধর্ম গ্রহণের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়। স্থানীয়দের মধ্যে উত্তেজনা দানা বাধে। প্রতিরোধও গড়ে ওঠে। সে কারণে ধর্মান্তরের আনুষ্ঠানিকতা স্থগিত হয়ে যায়। সেই আয়োজনই আজ শুক্রবার চুয়াডাঙ্গার ডিঙ্গেদহ বাসস্ট্যান্ডের অদূরবর্তী এসডিএ মিশনে সম্পন্ন হতে যাচ্ছে। মিশনের অভ্যন্তরে গোপনে ধর্মান্তরের আয়োজন সম্পর্কে স্থানীয় একাধিক খ্রিস্টানধর্মালম্বীর সাথে যোগাযোগ করা হলে তারা অবশ্য মুখ খুলতে চাননি। একজন বলেছেন, বিষয়টি স্থানীয় নয়। বহিরাগত। আমরা চুয়াডাঙ্গায় চমৎকার সাম্প্রদায়িক সম্প্রীতির সাথে বসবাস করছি। ধর্মান্তরিতদের খ্রিস্টানধর্মে গ্রহণের আনুষ্ঠানিকতার আয়োজনে আমাদের সংশ্লিষ্টতা নেই।