স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় সোনালী ব্যাংক লিমিটেড কর্তৃক সিএসআর’র আওতায় কৃতী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ব্যাংকের প্রিন্সিপাল অফিসে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সোনালী ব্যাংক শাখার ডেপুটি ম্যানেজার আমির হোসেন। প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলা চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন প্রিন্সিপাল অফিসের এজিএম আব্দুল ওহাব, ব্যাংকের ম্যানেজার শওকত আলী, সিবিএ ২০২’র সভাপতি ফজলুল হক প্রমুখ। অনুষ্ঠানে ২০ জন মেধাবী শিক্ষার্থীর প্রত্যেককে ১ হাজার ৫শ টাকার চেক প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিবিএ ২০২’র সাধারণ সম্পাদক সমির উদ্দিন।