টিপ্পনী

 

খবর:(ঝিনাইদহে ফেনসিডিল উদ্ধার: ১৯শ বোতল গায়েবের অভিযোগ)

 

ওরা ফেনসিডিলের চালান পাচার করে

ওরা গাঁজা আফিম এক নাগাড়ে খায়

ওরা পরের মালে কেবল উদর ভরে

ওরা লোপাট করে কার হাদানে যায়?

 

ওরা কানুন কানুন সাহেব সাহেব বাবু

ওরা দাপট দাপট দেখিয়ে বেড়ায় ভয়

ওরা গোঁজের গোড়ায় বিলকুলই হয় কাবু

ওরা কেন এমনভাবে সব করে নয় ছয়?

 

ওরা ধানদা খোঁজে পকেট করে ভারি

ওরা চলায় বলায় ধার ধারে না মোটে

ওরা ইচ্ছে মতোন চালায় মাতুব্বারি

ওরা এত করেও যায় না কেন কোর্টে?

 

-আহাদ আলী মোল্লা