মুজিবনগর প্রতিনিধি: বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতালের প্রতিবাদে মুজিবনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন মুজিবনগর উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। গতকাল বুধবার বিকেলে কেদারগঞ্জ বাজারের চার রাস্তার মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে কেদারগঞ্জ যাত্রী ছাউনীর সামনে এক সমাবেশ মিলিত হয়। মুজিবনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি রোকনুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা ছাত্রলীগের সভাপতি বারিকুল ইসলাম লিজন। মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সম্পাদক কুদরতই খুদা রুবেল, মুজিবনগর কলেজ ছাত্রলীগের নেতা লাভলু ও পরাগ ইউপি ছাত্রলীগের সভাপতি সোহাগ, ইউনুস আলী, আ.রাজ্জাক ও ইউপি সম্পাদক পলাশ, নায়েব আলী, আকাশ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা ছাত্রলীগের সম্পাদক হেলালউদ্দীন লাবলু।