দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় মুন্নি (৪০) নামের এক মহিলা ফেনসিডিল ব্যবসায়ীকে দু বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। গতকাল সোমবার বিকেল ৪টার দিকে গোপন সংবাদ পেয়ে উথলী বিশেষ ক্যাম্পের বিজিবি কমান্ডার মিন্টু সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার দর্শনা হল্টস্টেশনে অভিযান পরিচালনা করে ওই মহিলা ফেনসিডিল ব্যবসায়ীকে ৮৪ বোতল ফেনসিডিল ও ১০ বোতল ভারতীয় তৈরি রাম মদসহ আটক করেন। তাকে সন্ধ্যা ৭টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করলে উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান ওই মহিলা ফেনসিডিল ব্যবসায়ীর বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২২ এর গ ধারায় দু বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। সে চুয়াডাঙ্গা জেলা সদরের পুটিমারী গ্রামের মৃত আক্কাচ আলীর মেয়ে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা কাজে সহায়তা করেন উপজেলা নির্বাহী অফিসারের সিএ ফয়জুল ইসলাম।