মেহেরপুর অফিস: মেহেরপুরে দাদি ও মাকে হত্যার দায়ে হাবিল উদ্দিন (৪০) নামের এক ব্যক্তির যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন মেহেরপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। গতকাল রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ টিএম মুসা এ আদেশ দেন। মোট ১২ জন সাক্ষীর সাক্ষ্যে হাবিল উদ্দিনের অপরাধ প্রমাণিত হওয়ায় আদালতের বিজ্ঞ বিচারক ওই রায় দেন।
মামলার এজাহারে জানা যায়, ২০০৯ সালের ৭ এপ্রিল মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়নের শালিকা গ্রামের জালাল উদ্দিনের ছেলে হাবিল উদ্দিন তার মা রঙ্গিলার কাছে ১০ হাজার টাকা দাবি করেন। মা ছেলেকে টাকা দিতে অপারগতা প্রকাশ করলে হাবিল ক্ষুব্ধ হয়ে লাঠি দিয়ে তার মায়ের মাথায় আঘাত করে। এ সময় হাবিল উদ্দিনের দাদি পাতিরন নেছা তাকে বাধা দিতে গেলে দাদির মাথায়ও লাঠি দিয়ে আঘাত করে সে। এ ঘটনায় মা ও দাদি ঘটনাস্থলে মারা যায়। গ্রামবাসীরা হাবিল উদ্দিনকে আটক করে মেহেরপুর সদর থানা পুলিশে দেয়। পরে হাবিল উদ্দিনের পিতা বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। আদালত চলাকালে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি অ্যাড. কাজী শহিদুল ইসলাম ও আসামিপক্ষে অ্যাড. শহিদুল ইসলাম কৌশুলির দায়িত্ব পালন করেন।