মেহেরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মন্দিরে চলছে সরস্বতী পূজা

 

মেহেরপুর অফিস: মেহেরপুরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে চলছে সরস্বতী পূজা। গতকাল রোববার সকাল সাড়ে ১০টার দিকে মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, নায়েববাড়ি ও হালদারপড়া পূজামণ্ডপে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। এছাড়াও জেলার কয়েকজন সনাতন ধর্মাবলম্বীর বাড়িতে সরস্বতী পূজা উদ্যাপন হয়। সকাল থেকেই বিভিন্ন মণ্ডপে অঞ্জলি দেন হিন্দু ধর্মাবলম্বীরা। শিক্ষাপ্রতিষ্ঠানে জমায়েত হয়ে বিদ্যার দেবীকে শ্রদ্ধার অর্ঘ দেন সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীরা।

বিদ্যাদেবীর শুভাগমনের শুভক্ষণে হিন্দু ধর্মাবলম্বী ছাত্রছাত্রীরা সরস্বতী মায়ের চরণ বন্দনায় ব্রতী হয়। হিন্দু সম্প্রদায়ের ছাত্রছাত্রী ও নারী-পুরুষ যুগযুগ ধরে সরস্বতীর আরাধনা করে আসছেন। সরস্বতী হিন্দু ধর্মাবলম্বীদের কাছে জ্ঞান, প্রজ্ঞা, বাণী ও সুরের বেদী বিদ্যা ও সংস্কৃতির দেবী। সুর ও বাণী মানুষের আত্মাকে বিকশিত করে, মনের প্রসারতা বাড়ায় বলে মনে করেন তারা।