দর্শনা অফিস: কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি তৈয়ব আলীর সংগঠনের মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে তৈয়ব সংগঠন কার্যালয়ে অনুষ্ঠিত সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সিরাজুল ইসলাম। আলোচনা করেন নবনির্বাচিত সভাপতি সংগঠনের কর্ণধার তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সহসভাপতি রেজাউল করিম, ফারুক আহম্মেদ, সহসাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, নবনির্বাচিত সদস্যদের মধ্যে ছিলেন- আয়ুব আলী, রমজান আলী, আমিনুল ইসলাম, সানোয়ার হোসেন, বাবর আলী, আবুল কাশেম, আজিজুল হক, গোবিন্দ কুমার হালদার, হাফিজুর রহমান, আরিফ হোসেন বকুল, হাজি আকরাম আলী, সিরাজুল ইসলাম, ইয়ামিন হোসেন, এসএম কবির, সাহেব আলী, সংগঠনের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ। আব্দুল্লাহ আল মামুনের উপস্থাপনায় অনুষ্ঠিত সভায় আরো উপস্থিত ছিলেন- শ্রমিক নেতা সাবু তরফদার ও আব্দুল বারী। দোয়া পরিচালনা করেন কেরুজ জামে মসজিদের পেশ ইমাম মাও. আব্দুল খালেক ও শাহআলম।