মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির ২৭তম বার্ষিক সদস্য সভা

 

মেহেরপুর অফিস: মেহেরপুর পল্লী বিদ্যুত সমিতির ২৭তম বার্ষিক সদস্য সভা গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে এগারটার দিকে সমিতির কার্যালয় চত্বরে অনুষ্ঠিত হয়। সমিতি পরিচালনা বোর্ডের সভাপতি আকরামুল হক বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠান শুরু হয়। এতে উপস্থিত ছিলেন পরিচালনা বোর্ডের সদস্যবৃন্দ, জেনারেল ম্যানেজার আলী হোসেন ও ডিজিএম শৈলেন্দ্র নাথসহ সমিতির বিভিন্ন স্তুরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং গ্রাহকবৃন্দ।

দ্বিতীয় পর্বে সমিতির বার্ষিক পরিচালনা বোর্ড গঠন করা হয়। এতে সভাপতি পদে পুনঃমনোনীত হন আকরামুল হক বিশ্বাস, সহসভাপতি পদে সাংবাদিক আলামিন হোসেন, সদস্য সচিব হায়দার আলী ও কোষাধ্যক্ষ সাহানুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন বিদায়ী সহসভাপতি রেজাউল করিম, সদস্য জিন্নাত হোসেন, এসএম আব্দুল্লাহ, মহিলা পরিচালক ফরিদা ইয়াসমিন ও আফরুন্নাহারসহ এলাকা পরিচালকবৃন্দ।