ঝিনাইদহে এক ভুয়া চিকিৎসকের কারাদণ্ড : জরিমানা

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের একটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এক ভুয়া এমবিবিএস ডিগ্রিধারী চিকিৎসককে আটক করে ৬ মাসের কারাদণ্ডসহ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। দণ্ডিত ভুয়া চিকিৎসক ঢাকা মিরপুরের এসএমকে হাসান মাহমুদ। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ অভিযান চালানো হয়।

ঝিনাইদহ সিভিল সার্জন ডা. আবদুস সালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার পুলিশের সহযোগিতায় জেলা শহরের গ্রিনলাইফ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান। এ সময় ভুয়া চিকিৎসক এসএমকে হাসান মাহমুদকে আটক করা হয়। আদালত তাকে ৬ মাসের কারাদণ্ডসহ ৩০ হাজার টাকা জরিমানা করেন। জরিমানার টাকা অনাদায়ে আরো এক মাসের দণ্ড দেয়া হয় তাকে। দণ্ডিত ব্যক্তি বড় ডিগ্রিধারী চিকিৎসক হিসেবে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার ঢাকা থেকে এসে ওই ডায়াগনস্টিক সেন্টারে দীর্ঘদিন ধরে রোগী দেখে আসছিলেন। গ্রিনলাইফ ডায়াগনস্টিক সেন্টারে পক্ষ থেকে বিভিন্ন নামে চটক বিজ্ঞাপন পড়ে সাধারণ মানুষ প্রতারিত হয়ে আসছিলো। বিষয়টি জানাজানি হলে স্থানীয় প্রশাসনের টনক নড়ে এবং অবশেষে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন।