টিপ্পনী

 

খবর:(ছয় মাইলে আলমসাধু উল্টে আরোহী এক শ্রমিক নিহত : আহত ২)

 

যায় নসিমন যায় করিমন

আলমসাধু হাঁকিয়ে,

ওদের কোনো চোখ- কান নেই

দেখে না তাই তাকিয়ে।

 

পুলিশ বাবু মুচকি হাসে

বখরা ওঠে মাসে মাসে

ট্রাফিক যদি ওদের থামায়

হাত পাতলেই নগদ কামাই।

 

কোর্টের আদেশ থোড়ায় কেয়ার

পয়সা কড়ি হচ্ছে শেয়ার

ভাঙছি হাঁটু মরছি কারা?

জানেন তারা, জানেন তারা!

 

-আহাদ আলী মোল্লা