গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জালাল উদ্দীনের বাড়িতে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার মধ্যরাতে এ বোমা হামলা চালানো হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রধান শিক্ষক জালাল উদ্দীন জানান, সোমবার রাত সাড়ে ১২টার দিকে বাড়ির উঠোনে হঠাত একটি বোমা বিস্ফোরিত হলে সবার ঘুম ভেঙে যায়। প্রতিবেশীরা টের পেয়ে এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বিদ্যালয়ে একজন কর্মচারী নিয়োগকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি করতে এ বোমা হামলা চালানো হতে পারে বলে তিনি ধারণা করছেন। গত বছর শিক্ষক নিয়োগকে কেন্দ্র করেও তার বাড়িতে বোমা হামলা চালানো হয়েছিলো বলেও জানান তিনি।
গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, বোমা হামলার সংবাদ পেয়ে স্থানীয় হেমায়েতপুর ক্যাম্প পুলিশের একটি টিম রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করে। সেইসাথে দুর্বৃত্তদেরকে শনাক্ত করার চেষ্টা চলছে।