দর্শনা ঈশ্বরচন্দ্রপুরের রুবেল ও সুজনের জেল-জরিমানা

চুয়াডাঙ্গায় ফেনসিডিল পাচারের অপরাধে বিজিবি’র করা মামলায় রায়

 

স্টাফ রিপোর্টার: ফেনসিডিল পাচারের দায়ে রুবেল হোসেন ও সুজন মিয়া নামের দুজনকে দু বছর করে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। গতকাল সোমবার চুয়াডাঙ্গার স্পেশাল ট্রাইব্যুনাল ৪’র বিচারক ইয়ারব হোসেন এ রায় দেন। দণ্ডিতরা হলেন- দামুড়হুদা উপজেলার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের গোলাম আলীর ছেলে রুবেল হোসেন (১৯) ও একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে সুজন মিয়া (১৯)।

মামলাসূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৬ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা নিমতলা বিজিবি (বিডিআর) ঈশ্বরচন্দ্রপুর মাঠ থেকে ২৪ বোতল ফেনসিডিলসহ রুবেল ও সুজনকে আটক করে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে নিমতলা বিজিবির নায়েক জয়নাল আবেদীন বাদী হয়ে দামুড়হুদা থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের তৎকালীন আইসি জিয়াউল হক তদন্ত শেষে একই বছরের ২৭ মে আদালতে চার্জশিট দাখিল করেন। এ মামলায় আসামিদের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ১৯৭৪ সালেল বিশেষ ক্ষমতা আইনের ২৫ খ (১) (খ) ধারায় দোষী সাব্যস্ত করে তাদেরকে দু বছর করে সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের সশ্রম কারাদণ্ড নির্দেশ দেন। রায় শেষে দণ্ডিতদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।