প্যারিসে পত্রিকা অফিসে গুলি : নিহত ১২

মাথাভাঙ্গা মনিটর: ফ্রান্সের রাজধানী প্যারিসে শার্লি এবদু নামের একটি বিদ্রুপ ম্যাগাজিনের কার্যালয়ে ঢুকে গুলি চালিয়ে ১২ জনকে হত্যা করেছে বন্দুকধারীরা। ফরাসি পুলিশ বলছে, নিহতদের মধ্যে অন্তত দুজন পুলিশ সদস্য রয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত সাতজন। এক প্রতিবেদনে বলা হয়, বুধবার স্থানীয় সময় বুধবার দুপুরের আগে কালো হুডে মুখ ঢাকা অন্তত দু বন্দুকধারী শার্লি এবদুর কার্যালয়ে ঢোকে এবং অ্যাসল্ট রাইফেল দিয়ে গুলি চালায়। সেখান থেকে বেরিয়ে গাড়ি নিয়ে পালানোর সময় রাস্তায় পুলিশের সাথেও তাদের গোলাগুলি হয়। ঘটনার একজন প্রতক্ষদর্শী ফ্রান্সের একটি টেলিভিশনকে বলেন, দুজন কালো হুড পরা লোক কালাশনিকভ রাইফেল হাতে ওই ভবনে ঢোকে। কয়েক মিনিট পর আমরা গুলির শব্দ পাই। এর পরপরই তারা বেরিয়ে যায়। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ বলেছেন, অভাবনীয় এ বর্বরতার পেছনে যে জঙ্গিরা রয়েছে, সে বিষয়ে তার কোনো সন্দেহ নেই। হত্যাকারীদের ধরতে প্যারিসে বড় ধরনের অভিযান শুরু করেছে পুলিশ। শার্লি এবদু তাদের সর্বশেষ টুইটে মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর নেতা আবু বকর আল-বাগদাদীর একটি কার্টুন প্রকাশ করে। সমসাময়িক বিভিন্ন বিষয়ে বিদ্রুপাত্মক কার্টুন ও প্রতিবেদন প্রকাশ করে সাপ্তাহিক এ সাময়িকী আগেও বিতর্কে জড়িয়েছে। এরকমই একটি কার্টুন প্রকাশের পর ২০১১ সালে ওই কার্যালয়ে আগুনে বোমা ছোড়া হয়।