ইয়েমেনে গাড়িবোমা বিস্ফোরণে নিহত ৫০

মাথাভাঙ্গা মনিটর: ইয়েমেনের রাজধানী সানায় একটি পুলিশ কলেজের সামনে এক গাড়িবোমা বিস্ফোরণে অন্ততপক্ষে ৫০ জন নিহত এবং প্রায় ১শ মানুষ আহত হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর হওয়ায় কয়েক ঘণ্টার মধ্যেই মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। পুলিশ একাডেমির এক ক্যাডেট নাবিল আলী বলেছেন, সকাল ৭টার দিকে বিস্ফোরণ ঘটে। একটি বাস একাডেমির গেটের কাছে আসার পর এক ব্যক্তি এটির বিস্ফোরণ ঘটায়। হামলায় ৫০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। গত বছর ৯ অক্টোবরের পর সানায় এটিই সবচেয়ে প্রাণঘাতী বোমা হামলা। ওই সময় আল কায়েদার এক আত্মঘাতী হামলাকারী শিয়া হাউতি গোষ্ঠীর এক সমাবেশে হামলা চালিয়ে অন্তত ৪৭ জনকে হত্যা করে। এর আগে ২০১২ সালের ১১ জুনে আল কায়েদার আরেক আত্মঘাতী হামলাকারী পুলিশ একাডেমিতে হামলা চালায়। এতে নিহত হয়েছিলো অন্তত ২১ জন। ২০১১ সালে জনপ্রিয় আরব বসন্তের প্রভাবে আন্দোলন শুরু হয় যার ধারাবাহিকতায় সরকারের পরিবর্তন ঘটে। পরবর্তী সময়ে দেশটিতে সাম্প্রদায়িক সহিংসতার বিস্তার ঘটে। ২০১৪ সালের সেপ্টেম্বরে সেনাবাহিনীকে পর্যুদস্ত করে শিয়া মুসলিম হাউতি মিলিশিয়ারা রাজধানী সানার বিশাল অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারপর থেকেই হাউতি মিলিশিয়াদের অগ্রগতি রোধ করতে সুন্নি মুসলিমদের জঙ্গি গোষ্ঠী ইয়েমেনের আল কায়েদা (একিউএপি) নিয়মিত বিরতিতে বোমা হামলা ও বন্দুক হামলা চালিয়ে আসছে।