১০ জানুয়ারি ভারতে হামলা চালাবে আইসিস

 

মাথাভাঙ্গা মনিটর: ১০ জানুয়ারি ভারতে হামলা চালানোর ঘোষণা দিয়েছে বর্তমান সময়ের আলোচিত জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইসিস)। ভারতের একটি বিমান বন্দরের দেয়ার আইসিসের হামলা চালানোর ঘোষণা দিয়েছে। এ ঘটনায় নড়েচড়ে বসেছে ভারতীয় পুলিশ প্রশাসন। মঙ্গলবাল রাতে ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিন্যাল ২’র লেবেল ২-র শৌচাগারের দেয়ালে নীল কালিতে লেখা ছিলো হুমকি বার্তা। তাতে লেখা ছিলো ATTECK BY ISIS DATE 10/01/2015। ভারতীয় গোয়েন্দারা  মনে করছেন, গতরাতের কোনো বিমানযাত্রীই এ ঘটনার সাথে যুক্ত। গোটা ঘটনার তদন্তে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ কর্মকর্তারা তদন্ত শুরু করেছেন। এক হাউস কিপিং স্টাফকেও জিজ্ঞাসাবাদও করা হয়েছে। এ ঘটনায় মুম্বাই পুলিশের কাছে সিআইএসএফ এফআইআর দায়ের করেছে। আগামী প্রজাতন্ত্র দিবসের আগে ভারত সরকার এটি জাতীয় নিরাপত্তার বিষয় হিসেবেই দেখছে।