দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিনের জন্মদিন আজ

ফুলেল শুভেচ্ছা আর কেক কাটার ধুম : উল্লাস

 

স্টাফ রিপোর্টার: ঘড়ির কাঁটা ১২টা বাজার আগেই মাথাভাঙ্গা দফতরে প্রহর গোনার পালা। টিক টিক করে সেকেন্ডের কাঁটা যেই ছুঁলো বারোটা, অমনি করতালি হর্ষধ্বনি। শুভ শুভ শুভ দিন, দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিনের শুভ জন্মদিন স্লোগানে মুখরিত হলো দৈনিক মাথাভাঙ্গা দফতর। আর চুয়াডাঙ্গা প্রেসক্লাব? আজ রোববার সন্ধ্যায় মেতে উঠবে ক্লাবসহ বিভিন্ন স্থান।

আজ ৪ জানুয়ারি। দৈনিক মাথাভাঙ্গা সম্পাদক সরদার আল আমিনের জন্মদিন। সম্পাদক বোধ হয় কর্মব্যস্ততার মাঝে ভুলেই গেছেন তার জন্মদিনের কথা। সহকর্মীরা ভুলতে দেন কীভাবে? সহধর্মিণী স্কুলশিক্ষিকা লুনা শারমীন শশী আর দু সন্তান শ্রেষ্ঠ এবং শীর্ষ? এদের উদ্দীপনা যেন আকাশছোঁয়া। ঘড়ির কাঁটা রাত ১২টা অতিক্রম করতেই সর্বপ্রথম সহধর্মিণী লুনা শারমীন শশী ফুলের তোড়া হাতে তুলে দিয়ে বললেন, তোমার ছোঁয়ায় সুখি আমরা, ধন্য আমাদের জীবন। দীর্ঘজীবী হও তুমি। মুখে খেঁজুর গুড়ের পায়েশ তুলে দিয়ে মিষ্টি হাসির ফোয়ারায় ভরিয়ে তোলেন দৈনিক মাথাভাঙ্গার প্রধান কার্যালয়। ছোট ছেলে শীর্ষর আবদার, তোমার জন্মদিনে তুমি আজ ছুটি নাও। তোমাকে নিয়ে দিন ও রাতভর আনন্দ করবো আমরা। এর মাঝে ম্যাডামকে পড়াতে আসতে বারণ করার আবদারও প্রাণ ছুঁয়ে যায় যেন সকলের। ঠিকই তো! আজকের এইদিনে শীর্ষকে পড়াতে আসবে কেন?

সহধর্মিণী আর সন্তানদের আনুষ্ঠানিকতা শেষ হতে না হতেই শুরু হয় শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা বিনিময়ের পর্ব। চুয়াডাঙ্গা জেলা যুবলীগের অন্যতম নেতা নঈম হাসান জোয়ার্দ্দার সহকর্মীদের পাশাপাশি নিজের সন্তানকে সাথে নিয়ে দৈনিক মাথাভাঙ্গা সম্পাদককে যেমন জানান শুভ জন্মদিনের শুভেচ্ছা, তেমনই ছাত্রদলের অন্যতম নেতা ফিরোজ সরোয়ার রোমানও সহকর্মীদের সাথে নিয়ে শুভেচ্ছা জানাতে দৈনিক মাথাভাঙ্গা দফতরে হাজির হন। এছাড়াও অনেকেই হাজির হন শুভেচ্ছার ডালি নিয়ে। সিঙ্গাপুর প্রবাসী গাইদঘাটের কৃতীসন্তান সুমন, এসএম ইলেকট্রনিক্সের মাসুম মণ্ডল যেমন শুভেচ্ছার বন্যায় ভরিয়ে তোলেন মাথাভাঙ্গা সম্পাদককে, তেমনই সহকর্মীদের অপেক্ষার বাঁধ যেন ভাঙার জোগাড় হতে শুরু করে। শেষ পর্যন্ত পূর্ব প্রস্তুতকৃত কেক কাটতে ঘড়ির কাঁটা অতিক্রম করে ১৫ মিনিট।

কেক কাটা হয়। কেক কেটে মাথাভাঙ্গা সম্পাদক যেমন সহকর্মীদের মুখে তুলে দেন, তেমনই সহকর্মীদের মধ্যে বার্তা সম্পাদক আহাদ আলী মোল্লা, ব্যবস্থাপক হাসান আক্তার সিদ্দিক পিন্টু, সার্কুলেশন ম্যানেজার রানা মাসুদ, প্রুফরিডার ফারুক হোসেন, কম্পিউটার অপারেট মাহবুব হোসেন, আফজাল হোসেন রিপন, আসাদুল হক, পেস্টার লিলটন, সহকারী পেস্টার বখতিয়ার হোসেন, সাংবাদকিদের মধ্যে রহমান রনজু, সেতু, সাইফুল, মারুফ হোসেন, আশরাফুল, কামরুজ্জামান বেল্টু, আশিক পারভেজসহ সকলেই কেক কেটে সম্পাদকের মুখে তুলে দিয়ে দীর্ঘায়ু কামনা করেন। আজ রোববার বিকেলে সম্পাদক পত্নী নিজ বাসায় পায়েশ মুখের আমন্ত্রণ জানিয়েছেন সকলকে।